টিসিবি। প্রতীকী ছবি
নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা মেটাতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বড় পদক্ষেপ নিল সরকার। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির তালিকায় যুক্ত হচ্ছে চা, লবণ, ডিটারজেন্ট এবং দুই ধরনের সাবান। আগামী নভেম্বর মাস থেকেই এই পাঁচটি নতুন পণ্য টিসিবির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানো শুরু হবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে টিসিবির উপকারভোগী নির্বাচন ও সক্রিয়করণবিষয়ক এক সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই তথ্য জানান। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, টিসিবির এই বিক্রয় কার্যক্রম পরিচালনায় সরকার প্রতি বছর প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়। এর ফলে বাজারে চাহিদা ও সরবরাহে সমতা তৈরি হয়। তিনি আশা প্রকাশ করেন, "টিসিবির চলমান বিক্রয় কার্যক্রমের সঙ্গে নতুন পাঁচটি পণ্য দরিদ্র মানুষকে আরেকটু স্বস্তি দেবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখবে।"
তিনি আরও বলেন, সরকার টিসিবির কার্যক্রম গতিশীল করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এক কোটি উপকারভোগী ঠিকভাবে নির্বাচন করে তাদের কাছে স্মার্ট ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া সরকারের প্রধান লক্ষ্য। প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষ যেন সামাজিক নিরাপত্তাবেষ্টনীর বাইরে না থাকে, তা নিশ্চিত করতে দায়িত্বশীল কর্মকর্তাদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
বাণিজ্য উপদেষ্টা এক মাসের মধ্যে সিটি করপোরেশনসহ সারা দেশে উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "প্রকৃত উপকারভোগীর কাছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পৌঁছে যাক, এটাই আমার প্রত্যাশা। কার্ড দেওয়ার ক্ষেত্রে তাঁর পরিচয় হোক, তিনি দরিদ্র ও অসহায় মানুষ। সরকারের সহযোগিতা তাঁর প্রাপ্য।"
সভায় বাণিজ্যসচিব মাহবুবুর রহমান সঠিক উপকারভোগী নির্বাচনে মূল সমস্যা হিসেবে ‘শনাক্তকরণ’-এর বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, এর পাশাপাশি সিটি করপোরেশনের কার্যক্রমে গতি কিছুটা কম। তবে সমস্যা চিহ্নিত হওয়ায় দ্রুতই এই কাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এবং টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়শল আজাদ বক্তব্য দেন।
সভায় টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের সর্বশেষ তথ্যও জানানো হয়। বর্তমানে মোট সক্রিয় কার্ডের সংখ্যা ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬ এবং সক্রিয়করণের অপেক্ষমাণ কার্ডের সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৪৫৪।
বিষয় : টিসিবি লবণ চা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh