জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক দিনে রেকর্ডসংখ্যক ৫৫৫ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। মঙ্গলবার পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়, যা অবিলম্বে কার্যকর হবে।
এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩ এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের সই করা একটি প্রজ্ঞাপনে ৪৫৯ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়। একই সচিবের সই করা আরেকটি প্রজ্ঞাপনে বদলি হন আরও ৯৬ জন কর্মকর্তা।
উল্লেখ্য, গেল কয়েক মাস ধরেই এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক রদবদল চলছে। গত সোমবারও ১৮২ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়েছিল। প্রতিষ্ঠানটির বিলুপ্তির আন্দোলনের সঙ্গে জড়িত কয়েকজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। এই রদবদলকে এনবিআরের চলমান সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।