× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের পদত্যাগ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৩ পিএম । আপডেটঃ ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:২০ পিএম

বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন। এই পদত্যাগ কার্যকর হবে আগামী ১৪ অক্টোবর থেকে।

তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, এই পদত্যাগের পেছনে সরকারের চাপ রয়েছে। রিজার্ভ চুরির ঘটনায় মেজবাউল হকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) থেকে তাকে বাধ্যতামূলক অবসরের নির্দেশ দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে তাকে পদত্যাগের জন্য চিঠি ইস্যু করা হয়েছিল বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, এফআইডি থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে মেজবাউল হককে জোরপূর্বক অপসারণের কথা উল্লেখ করা হয়েছে। যদিও বাংলাদেশ ব্যাংক বা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি, তারপরও ঘটনাটি কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে এবং বাইরে আলোচনার জন্ম দিয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.