× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অর্থনীতিতে এখনো ভারতের প্রভাব, কমছে না নির্ভরতা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক:

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৪ পিএম । আপডেটঃ ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৫ পিএম

প্রতীকী ছবি

শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক কিছুটা টানাপড়েন চলছে। কূটনৈতিক বাগ্‌যুদ্ধ এবং ভিসা প্রদানে কড়াকড়ি আরোপের মতো ঘটনাও ঘটেছে। কিন্তু রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতিতে ভারতের প্রভাব বিন্দুমাত্র কমেনি। খাদ্যশস্য, তুলা, সুতা, বিদ্যুৎ, ও জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের বাজার এখনো ভারতনির্ভর।

অর্থনৈতিক পরিসংখ্যান বলছে, দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলেনি। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ভারত বাংলাদেশে ১ হাজার ১৪৯ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। এর আগের বছর, অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল ১ হাজার ১০৭ কোটি ডলার। সেই হিসাবে, রপ্তানি বেড়েছে ৩.৭৯ শতাংশ।

ভূ-রাজনৈতিক অবস্থানের কারণে বাংলাদেশের সীমান্ত অনেকটাই ভারতের ওপর নির্ভরশীল। খাদ্য ও জ্বালানি আমদানি এবং পোশাক শিল্পের কাঁচামালের জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ উৎস। এসব কারণে ভারতের সঙ্গে বাণিজ্যিক নির্ভরশীলতা আরও দৃঢ় হয়েছে।

অত্যাবশ্যকীয় পণ্য আমদানিতে ভারতের গুরুত্ব

চলতি বছর পেঁয়াজ ও চালের বাজারে স্থিতিশীলতা রাখতে বাংলাদেশ ভারতের ওপর নির্ভর করেছে। ২০২৪-২৫ অর্থবছরে পেঁয়াজ আমদানি প্রায় ২১১ কোটি ডলার এবং চাল আমদানি ৩৬১ কোটি ডলারে পৌঁছেছে। আগের বছরের তুলনায় চাল আমদানির এই বৃদ্ধি ২ হাজার ১৭৪ শতাংশ।

তৈরি পোশাক শিল্পের জন্য গুরুত্বপূর্ণ তুলা ও সুতা আমদানিতেও ভারতই প্রধান ভরসা। ২০২৪-২৫ অর্থবছরে তুলা আমদানি বেড়ে হয়েছে ২ হাজার ৮০৩ কোটি ডলার, যা আগের বছরের ২ হাজার ৩৬৯ কোটি ডলারের তুলনায় ১৮.৩৪ শতাংশ বেশি। সুতা আমদানি কিছুটা কমলেও স্থলবন্দর দিয়ে এর প্রবাহ অব্যাহত রয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতেও বাংলাদেশের ভারতনির্ভরতা স্পষ্ট। বাংলাদেশ প্রতিদিন প্রায় ১ হাজার ৭৮০ মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে আমদানি করে, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১৫ শতাংশের বেশি। দেশের গ্রিডকে স্থিতিশীল রাখতে ভারতীয় বিদ্যুৎ সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের মতে, 'বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের সঙ্গে সম্পর্কের কিছু দিক পরিবর্তন করা প্রায় অসম্ভব। বাণিজ্য চাহিদা ও সরবরাহের ভিত্তিতে চলে, তবে রাজনৈতিক ও কূটনৈতিক সমস্যা এই সম্পর্ককে প্রভাবিত করে।' এই মন্তব্য থেকে বোঝা যায় যে, বাণিজ্যিক সম্পর্কগুলো রাজনৈতিক পরিস্থিতি দ্বারা প্রভাবিত হলেও ভূ-অর্থনৈতিক কারণে তা পুরোপুরি বিচ্ছিন্ন করা কঠিন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.