× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রেকর্ড ভাঙল সোনার দাম, প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার টাকা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০১ পিএম । আপডেটঃ ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৭ পিএম

সোনা।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সবশেষ প্রতি ভরিতে ৩ হাজার ৪৪৪ টাকা বাড়ার ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম এখন ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা। আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন এই দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বাড়ার কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে সর্বশেষ গত ১ সেপ্টেম্বর সোনার দাম ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা বেড়েছিল। চলতি বছরের ২৩ এপ্রিল প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম বেড়ে ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায় পৌঁছেছিল, যা ছিল এখন পর্যন্ত দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম।


নতুন দাম

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি সোনার নতুন দাম হবে:

  • ২২ ক্যারেট: ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা
  • ২১ ক্যারেট: ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা


বর্তমানে ২২ ক্যারেট সোনা ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৩ হাজার ৮২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ১৯ হাজার ৪৩ টাকায় বিক্রি হচ্ছে। সেই হিসাবে প্রতি ভরিতে ২২ ক্যারেটে ৩ হাজার ৪৪৪ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৯০৫ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৪৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ২ হাজার ১২৩ টাকা দাম বাড়ছে।

বিষয় : সোনা

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.