৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে আয়কর বিভাগের সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌসকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ বিষয়ে একটি আদেশ জারি করে, যেখানে স্বাক্ষর করেন আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
আদেশে বলা হয়েছে, ঢাকার কর অঞ্চল-৫ এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস করদাতা সালাহ উদ্দিন আহমেদের মনোনীত প্রতিনিধিকে (আয়কর আইনজীবী) ৩৮ লাখ টাকার বিনিময়ে তার আয়কর নথির গুরুত্বপূর্ণ কাগজপত্র হস্তান্তর করেন। এসব কাগজপত্রের মধ্যে ছিল পুরোনো আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল-ট্রাইব্যুনাল আদেশসহ বিভিন্ন নথি। এই গুরুতর অসদাচরণের জন্য তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২ ধারা অনুযায়ী জান্নাতুল ফেরদৌসকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।