× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আবারও বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৭ আগস্ট ২০২৫, ০০:০৫ এএম । আপডেটঃ ২৭ আগস্ট ২০২৫, ০১:৩৬ এএম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এক মাসেরও কম সময়ের ব্যবধানে ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ১ লাখ ৭২ হাজার ৬৫০ টাকা। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। বুধবার (২৭ আগস্ট) থেকে এই নতুন মূল্য কার্যকর হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন দামের ঘোষণা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে এক ভরি স্বর্ণ ও রুপার দাম

নতুন মূল্য অনুযায়ী, এখন থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা, যা আগে ছিল ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা।

অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও একই হারে বেড়েছে:

২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৮০১ টাকা (আগে ছিল ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা)।

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ২৬৩ টাকা (আগে ছিল ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা)।

সনাতন পদ্ধতির: প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ৮৫০ টাকা (আগে ছিল ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা)।


তবে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা রয়েছে। 

বিষয় : স্বর্ণ দাম

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.