× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ই-রিটার্ন আগামী বছরই বাধ্যতামূলক করতে চান এনবিআর চেয়ারম্যান

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৬ মার্চ ২০২৫, ১১:৪৬ এএম । আপডেটঃ ১৬ মার্চ ২০২৫, ১১:৪৬ এএম

আগারগাঁওয়ে রাজস্ব ভবনে রোববার এক কর্মশালায় বক্তব্য দেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

ব্যক্তিশ্রেণির সব করদাতার ক্ষেত্রে আগামী বছর থেকে অনলাইনে আয়কর বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক করতে চান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

রোববার আগারগাঁওয়ে এক কর্মশালায় তিনি বলেছেন, “ই-রিটার্ন গত বছরের তুলনায় ৫ গুন বেড়েছে; ১৫ লাখের কাছাকাছি পেয়েছি।

“আগামী বছর এটাকে শতভাগ বাধ্যতামূলক করতে চাই। কিছু ব্যতিক্রম থাকবে। যাদের একান্ত কোনো কারণ আছে, তারা (অনলাইনে) দিতে পারবেন না।”

রাজস্ব ভবনে ‘রিটার্ন সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায়’ শিরোনামে এ কর্মশালা করে এনবিআর।

আবদুর রহমান বলেন, “আমাদের অনলাইনে রিটার্ন না দেওয়ার কোনো উপায় নেই। আমাদের পুরোপুরি অনলাইনে রিটার্ন দিতেই হবে।

“অনলাইন রিটার্নে সময় ও অর্থ বাঁচে। টেনশন একদমই নাই। কারণ ক্যালকুলেশন তো, কোনটা ট্যাক্স এবল, কোনটার কত কর হার কিছুই জানা দরকার নেই। আপনি তথ্যগুলো দেবেন, সিস্টেম ক্যালকুলেশন করে দেবে।”

আগারগাঁওয়ে রোববার ‘রিটার্ন সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায়’ শিরোনামে কর্মশালা করে এনবিআর। 

আগারগাঁওয়ে রোববার ‘রিটার্ন সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায়’ শিরোনামে কর্মশালা করে এনবিআর। 

চেয়ারম্যান বলেন, “আগামী বছরের ১ জুলাই থেকে অনলাইন রিটার্ন সহজলভ্য হবে। এ বছর যারা রিটার্ন দিয়েছেন, তা স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকবে। এটা অনেক লম্বা সময় ধরে আমাদের আর্কাইভে থাকবে।

“আমরা অ্যাপ তৈরি করব। আগামী বছর থেকে করপোরেট রিটার্ন অনলাইনে দিতে হবে।”

আগামী অর্থবছর থেকে শতভাগ আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করার পূর্বপ্রস্তুতি হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়।

২০২৪-২৫ করবর্ষে ১৪ লাখ ৯৬ হাজার ৪৭৬ জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেন।

একই সময়ে ১৮ লাখ ৯০ হাজার ৩০৫ জন করদাতা অনলাইন রিটার্নের জন্য রেজিস্ট্রেশন করেন।

কর্মশালায় এনবিআরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি সরকারি চাকরিজীবী, তফশিলি ব্যাংকের প্রতিনিধি ও মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশন, দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশের প্রতিনিধিরাও।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.