× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজারে 'ঠান্ডা গরম'-এর গ্র্যান্ড ওপেনিং শুক্রবার

১৪ নভেম্বর ২০২৪, ০৫:০২ এএম । আপডেটঃ ১৪ নভেম্বর ২০২৪, ০৭:০৮ এএম

ছবি: সংগৃহীত

কক্সবাজারে পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হিসেবে সারাবছর সব ধরনের ফলের জুস নিয়ে চালু হলো দেশের বিখ্যাত জুসের দোকান ‘ঠান্ডা গরম’-এর আউটলেট। 

শহরের জনপ্রিয় সৈকত কলাতলি এলাকায় অবস্থিত ৯৯ ব্রাইডাল হাউসের সামনে অবস্থিত দোকানটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হবে শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে বিভিন্ন অফারও ঘোষণা করেছে 'ঠান্ডা গরম'। এদিন ক্রেতারা বিভিন্ন ডিসকাউন্ট অফারের পাশাপাশি বিনামূল্যে নানান ধরনের জুসের স্বাদ নিতে পারবেন।

ঠান্ডা গরমের বিশেষত্ব হলো এতে সারাবছর পাওয়া যাবে প্রায় ৩০ রকমের তাজা ফলের মজাদার ও স্বাস্থ্যকর জুস। এখানে বিভিন্ন মৌসুমী ফলের রস যেমন- কাঁচা ও পাকা আম, জলপাই, তরমুজ, আনারস, লিচু, স্ট্রবেরি, কাঠবেল, ডেওয়া, আনার, মাল্টা, কালোজাম, লেবু, বেল, আমলকি, আমড়া, লটকন, বরই, চালতা, পেয়ারা, আঙুর, পেঁপে, ড্রাগনসহ আরও অন্যান্য ফলের জুস পাওয়া যাবে। এই দোকানের আরেকটি বৈশিষ্ট্য হলো- এখানে সারাবছর ফ্রি টেস্টিংয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়া এখানে তাদের নিজস্ব প্রস্তুতকৃত আইসক্রিম পপসিকল-ও পাওয়া যাবে।

ঠান্ডা গরমের উদ্যোক্তা ফাহাদ নুর শিউল জানান, কক্সবাজারের মতো পর্যটন শহরে স্বাস্থ্যকর পানীয়ের চাহিদা বাড়ছে। এ ধরনের জুস বার পর্যটকদের আকর্ষণ করে এবং শহরের সৌন্দর্য উপভোগের পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখতে সক্ষম। এসব দিক বিবেচনা করেই আমাদের এই উদ্যোগ। আমরা সাড়াও পাচ্ছি ভালো। ইতোমধ্যে তাজা ফলের জুসের স্বাদ নিতে ভিড় করছেন অনেকেই। 

উল্লেখ্য, কক্সবাজারে পর্যটনের প্রসারে নতুন এবং ব্যতিক্রমী এ ধরনের উদ্যোগ স্থানীয় ব্যবসায়িক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছেন উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দারা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.