× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নজরদারিতে কমছে ডিমের দাম, ১৬৫ টাকা ডজন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৭ অক্টোবর ২০২৪, ১৫:৪৬ পিএম । আপডেটঃ ১৭ অক্টোবর ২০২৪, ১৬:৪০ পিএম

ছবি | সংগৃহীত

ভোক্তা অধিকারের কঠোর হুঁশিয়ারির পর বাজারে ডিমের দাম কিছুটা কমেছে। তবে সরকারের বেঁধে দেয়া নির্ধারিত মূল্যেও ডিম বিক্রি হচ্ছে না। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্রের দেখা মিলেছে।

সরেজমিন রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, ফার্মের মুরগির ডিমের ডজন দেড়শ’ টাকায় বিক্রি হচ্ছে। একইসাথে ১৪৭ টাকায় নেমেছে সাদা ডিমের ডজন। যদিও সরকার খুচরা পর্যায়ে দাম বেধে দিয়েছিল ১১ টাকা ৮৭ পয়সা।

খুচরা বাজারে ১৬৫ থেকে ১৭০ টাকা ডজনে বিক্রি হচ্ছে ডিম। দিনে রাজধানীর পাইকারি বাজারগুলোয় ২০ লাখ ডিম সরবরাহের ব্যাপারে সম্মত হয় উৎপাদক প্রতিষ্ঠানগুলো। কিন্তু সেটি ভোক্তার মাত্র দুই শতাংশ চাহিদা পূরণ করবে।

বিক্রেতাদের অভিযোগ, বড় বড় কোম্পানিগুলোর কারণেই ডিমের বাজারে এ নৈরাজ্য। তাই কঠোর নজরদারীর তাগিদ দিয়েছেন তারা।পাইকারদের দাবি, পিস প্রতি প্রায় দেড় টাকা বেশি দরে কেনার কারণে খুচরাতেও দাম পড়ছে বেশি।

তবে খুচরা ব্যবসায়ীদের দাবি, উৎপাদক পর্যায়ে বড় বড় কোম্পানিগুলোর কারণেই ডিমের বাজারে এই নৈরাজ্য দেখা দিয়েছে।

এদিকে, ক্রেতারা বলছেন শুধু দাম বেধে দিলে হবে না। সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে কি না সে বিষয়ে কঠোর নজরদারী থাকতে হবে।

বিষয় : ডিম

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.