× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জানুয়ারির প্রথম দিন থেকে আগামী বাণিজ্য মেলা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৮ পিএম । আপডেটঃ ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৯ পিএম

ফাইল ছবি

আগামী বছরের প্রথম দিন থেকেই মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে রাজধানীর পূর্বাচলে।

এবারের মেলায় ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ সাফল্য গাথা নিয়েও স্টল রাখার সিদ্ধান্ত নিয়েছে মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

সংস্থার ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার রাতের সভায় ১ জানুয়ারি বাণিজ্য মেলা উদ্বোধন করার সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) নামে দেশের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় মেলাটি প্রতিবছরের শুরুর দিন উদ্বোধন করা হয়। বছর কয়েক থেকে এটি হচ্ছে পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি)।

তবে এ বছরের ৭ জানুয়ারি জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন ও নতুন সরকার গঠন প্রেক্ষাপটে মেলাটি ২০ দিন পিছিয়ে ২১ জানুয়ারি উদ্বোধন হয়।

নতুন বছরে আবার সেটি বছরের প্রথম দিন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইপিবি।

বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি যৌথ উদ্যোগে আয়োজিত আগামী ২০২৫ সালের আসরটি হবে ২৯তম; যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানে ‘মুগ্ধ’ কর্নার নির্মাণ করা হবে। থাকবে আন্দোলন নিয়ে চিত্র প্রদর্শনী।

মঙ্গলবার বাণিজ্য মেলার বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক নীতিনির্ধারণ, বিভিন্ন উপকমিটি গঠন, বিভিন্ন ধরনের স্টল, প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও মেলার প্রবেশ টিকিটসহ অন্যান্য ইজারা কাজের ‘ফ্লোর মূল্য’ নির্ধারণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

মেলা পরিচালনার জন্য মেলা সচিবালয়ের পাশাপাশি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা কমিটিসহ ১১টি কমিটি কাজ করবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তারা বলেন, মেলায় স্টল বরাদ্দের ক্ষেত্রে উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

বাণিজ্যিক স্টলের পাশাপাশি নারী, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত ক্ষুদ্র জাতিগোষ্ঠী, কুটিরশিল্প, তাঁতশিল্প, বস্ত্রশিল্প ও হস্তশিল্পের জন্য কিছুসংখ্যক স্টল সংরক্ষিত থাকবে।

মেলায় আগতের বাহনের জন্য দ্বিতল কার পার্কিং ভবনের পাশাপাশি মেলার সামনে ছয় একর জায়গা বরাদ্দ রাখা হবে।

প্রতিবারের ন্যয় এবারও মেলায় দর্শনার্থীদের পরিবহন সুবিধা দিতে রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি ও কয়েকটি যাত্রীবাহী বাস চলাচল করবে।

দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি আকর্ষণ করতে ১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করছে বাংলাদেশ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.