× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টেকসই উন্নয়নের ভিত তৈরিতে টাস্কফোর্স গঠন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৬ এএম । আপডেটঃ ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩ এএম

পরিকল্পনা মন্ত্রণালয়

বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে একটি টাস্কফোর্স গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের এক অফিস আদেশে মঙ্গলবার রাতে ১২ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠনের কথা তুলে ধরা হয়েছ।

টাস্কফোর্সের সভাপতি করা হয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক কে এ এস মুর্শিদকে।

গণআন্দোলনের শেখ হাসিনার পতনের পর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যাত্রা করা অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে। সেই ধারায় এবার টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে আনুষ্ঠানিক পদক্ষেপ দেখা গেল।

টাস্কফোর্সের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা আখতার মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের সাবেক গবেষণা বিভাগের প্রধান আবদুর রাজ্জাক ও যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মুশফিক মোবারক।

আরও আছেন বুয়েটের অধ্যাপক শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রুমানা হক, এমসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট নাসিম মনজুর, বিআইডিএসের গবেষণা পরিচালক মঞ্জুর আহমেদ, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন ও বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর।

পরিকল্পনা কমিশনের সদস্য (সাধারণ অর্থনৈতিক বিভাগ) মো. কাউসার আহাম্মদকে টাস্কফোর্সের সদস্য সচিব করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ন্যায্য, টেকসই ও গতিশীল অর্থনীতির ভিত তৈরির লক্ষ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই কমিটি আগামী তিন মাসের মধ্যে প্রাথমিক পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবে।

প্রয়োজনে টাস্কফোর্সে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.