× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহসিন চৌধুরী

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১১ আগস্ট ২০২৪, ০৯:৫৫ এএম । আপডেটঃ ১১ আগস্ট ২০২৪, ১০:০৯ এএম

বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহসিন চৌধুরী | ছবি—সংগৃহীত

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন- বিএসইসির চেয়ারম্যান নিযুক্ত না হওয়া পর্যন্ত সংস্থার কমিশনার মুঃ মোহসিন চৌধুরী ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়েছে।

আদেশে উল্লেখ রয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিশনার মোহসিন চৌধুরী বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে জানিয়ে আদেশে আরও বলা হয়েছে, “বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পদত্যাগপত্র দাখিলের তারিখ (১০ আগস্ট) থেকে এ আদেশ কার্যকর হবে।”

মোহসিন চৌধুরী বিএসইসির কমিশনারদের মধ্যে সর্ব জ্যেষ্ঠ।

শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্ব পরিবর্তনের ধারাবাহিকতায় শনিবার পদ ছাড়েন বিএসইসির চেয়ারম্যানের শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বিদায়ের আগে গত বৃহস্পতিবার তিনি পুঁজিবাজারে কোনো কোম্পানির শেয়ারদরে সর্বনিম্ন সীমা বা ফ্লোর প্রাইস প্রত্যাহারের আদেশ দিয়ে যান।

ফ্লোর প্রাইস নিয়ে শেয়ারদর আটকে রাখা ছয়টি কোম্পানির মধ্যে তিনটির প্রত্যাহার হওয়ার কথা ছিল রোববার। এগুলো হল বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার ও শাহজীবাজার পাওয়ার।

বাকি তিন কোম্পানি বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক ও মেঘনা পেট্রোলিয়ামের ফ্লোর প্রাইস তুলে নেওয়ার কথা ছিল বুধবার।

তবে রোববার কমিশন থেকে মৌখিকভাবে সদ্য বিদায়ী চেয়ারম্যানের নির্দেশনা কার্যকর না করতে বলায় ফ্লোর প্রাইস থেকেই গেছে।

মোহসিন চৌধুরী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়ে সাবেক চেয়ারম্যানের আদেশ প্রত্যাহার করে নেন।

বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মুহাম্মদ মেজবাউল করিম সাংবাদিকদের বলেন, “কমিশনের চেয়ারম্যান ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহসীন চৌধুরী।

“গত ৮ তারিখের দেওয়া ফ্লোর প্রাইস তুলে ফেলার আদেশ প্রত্যাহার করে দুই স্টক এক্সচেঞ্জকে চিঠি দেয়া হয়েছে।”

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.