ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গুলিতে আহত এক ব্যাংকার | ছবি—সংগৃহীত
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে ব্যাংকটির প্রধান কার্যালয় গোলাগুলির ঘটনায় কেউ আইনের বাইরে থাকবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নৈরাজ্যের মধ্যে বৃহস্পতিবার উপদেষ্টা হিসেবে শপথের পর উপদেষ্টা এদিন প্রথমবারের মত সচিবালয়ে কর্মস্থলে যোগ দেন। সেখানে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে একজন সংবাদ কর্মী সালেহউদ্দিনের কাছে ইসলামী ব্যাংক দখল নিতে প্রধান কার্যালয়ে হামলা ও গুলির প্রসঙ্গ তোলেন।
জবাবে উপদেষ্টা বলেন, “আমি বলছি কেউ আইনের বাইরে থাকবে না। যদি কেউ করে থাকে ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব, যেই হোক।”
তিনি নিজেও এক সময় ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন জানিয়ে বলেন, “ধরপাকড় তো কম করিনি আমরা, যে করেছে তাকে ধরব।”
কিন্তু ঘটনা তো ঘটেছে- এক গণমাধ্যমকর্মীর এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, “আমি বিষয়টা নিয়ে আলাপ করব, দরকার হলে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে যাব।”
সকালে ঢাকার মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কর্মকর্তাদের ওপর হামলা, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অন্তত ছয় জন আহত হন। এদের মধ্যে চারজন ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগের সরকার পতনের পরদিন এস আলম গ্রুপের নিয়োগ করা কর্মকর্তাদের ব্যাংক থেকে বের করে দেন ব্যাংক কর্মীদের একটি অংশ। পরের দুইদিন ব্যাংকারদের বিক্ষোভ করতে দেখা যায়।
ব্যাংকের একাধিক কর্মকর্তা বলেন, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় বিপুল অঙ্কের ঋণ কেলেঙ্কারির প্রতিবাদ জানাতে রোববার সকাল সোয়া ১০টার দিকে তারা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ করছিলেন।
এ সময় এস আলম গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা শতাধিক লোক নিয়ে অস্ত্রসহ কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন। পরে সেখানে সংঘর্ষ বেঁধে যায় এবং এলোপাতাড়ি গুলি চালানো হয়।
অর্থ উপদেষ্টা কথা বলেন ব্যাংকের গভর্নর এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ নিয়েও।
এ বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, “আমরা ওপেনলি বলব না, ইমিডিয়েটলি সিদ্ধান্ত নেব। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রেও ইমিডিয়েট পদক্ষেপ নেওয়া হবে।”
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থান প্রধানরা পদত্যাগ করছেন, কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে এই সিদ্ধান্ত নিতে চাপও দেওয়া হচ্ছে।
সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার ও বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম কর্মস্থলে যাননি, তারা অজ্ঞাত স্থান থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। তাদের কেউ প্রকাশ্যে আসেননি এই ছয় দিনে।
এটিএম বুথে টাকার ঘাটতি নিয়ে এক প্রশ্নে সালেহউদ্দিন বলেন, “টাকা নেই বিষয়টি কিন্তু তা না। এটা করা হয়েছে... রিসেন্টলি সিচুয়েশনটা খুবই ইয়ে ছিল, টাকা নিয়ে চলে যাবে। এটিএম বুথে তো ঝামেলা নেই।”
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে কী বার্তা দিলেন- একজন সংবাদকর্মীর এই প্রশ্নে তিনি বলেন, “কর্মকর্তাদের বলেছি আপনারা নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য ইতিবাচক কাজ করবেন। কোনো কিছু ফেলে রাখবেন না, বাস্তবায়ন করবেন। আর স্বচ্ছতা, জবাবদিহিতা রাখতে হবে।”
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh